priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, মৃত্যুদণ্ড স্বামীর

নাটোর

প্রকাশিত:
১০ অক্টোবার ২০২৩, ২০:৩৩

সংগৃহিত ছবি

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূ রোকেয়া বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী ওসমান গণিকে (৫২) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া আদেশে জরিমানার ৩০ হাজার টাকা ভুক্তভোগী পরিবারকে দিতে বলা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত ওসমান গণি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সিংড়া উপজেলার উত্তর খাজুরিয়া গ্রামের মৃত আদর আলীর মেয়ে রোকেয়া বেগমের সাথে ওসমান গণির বিয়ে হয়। বিয়ের সময় ওসমান গণি ৫ হাজার যৌতুক নেন। 

পরে তিনি স্ত্রীকে আরো ৫০ হাজার টাকা বাবার বাড়ী থেকে এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে। এতে অস্বীকার করলে গৃহবধূ রোকেয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে ওসমান গণি ও তার পরিবার।

 এরই একপর্যায়ে ২০১৩ সালের ২১ আগস্ট রাতে ওসমান তার সহযোগী সেন্টুর সহায়তায় গৃহবধূ রোকেয়ার গলায় শাড়ী পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়। 

এই ঘটনায় নিহতের ভাই একাব্বর বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে স্বাক্ষ্য প্রমাণ ও বিচারিক কার্যাক্রমশেষে ওসমান গণির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ প্রদান করেন। 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর