priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

দেবরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে ভাবির মৃত্যু

নাটোর

প্রকাশিত:
১০ অক্টোবার ২০২৩, ২০:৩১

সংগৃহিত ছবি

নাটোরের বাগাতিপাড়ায় দেবরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে ভাবির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দেবরের নাম ফজলুর রশিদ (৩৮)। ফজলুর মৃত্যুর খবরে তার বড় ভাই বজলুর রশিদের স্ত্রী নাইচ বেগম (৪১) হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে ওই নারীকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

স্থানীয়রা জানান, ফজলু গত সোমবার সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত স্থানীয় তমালতলা হাটে সবজি বিক্রি করেন। বাড়ি ফিরে রাত সাড়ে ১০টায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেওয়া হয়।

চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষনা করেন। ফজলুর মৃত্যুর খবর মোবাইল ফোনে ঢাকায় থাকা ভাই-ভাবিকে জানানো হয়। দেবরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন ভাবি। ওই অবস্থায় দ্রুত ঢাকা থেকে বাসে রওনা দেন তারা।

পথে গাজীপুর কালিয়াকৈর এলাকায় পৌঁছালে অসুস্থ হয়ে পড়েন নাইচ বেগম। তখন ওই নারীর স্বামী বজলুর নাইচকে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে ওই নারীর লাশ বাগাতিপাড়ার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর