priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

চার দশকেও চালু হয়নি অপারেশন থিয়েটার

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৩, ১৯:৩৮

সংগৃহিত ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪০ বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটার। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটারটি চালু করা যায়নি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এতে হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার জনসাধারণ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটির যাত্রা শুরু হয়। পরে গত বছরের ৪ আগস্ট ৫০ শয্যায় উন্নীত করা হয়। নির্মাণ করা হয় নতুন ভবনও। শয্যা সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপারেশন থিয়েটারের জন্য নতুন ভবনের দ্বিতীয় তলায় প্রয়োজনীয় ১৫টি কক্ষ নির্ধারণ করা হয়। 

কিন্তু অপারেশন করার অত্যাবশ্যকীয় জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) পদ থাকলেও পদায়ন নেই। ২০২১ সালের সেপ্টেম্বর দেবাশীষ কুমার নামে একজনকে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি।

অন্যদিকে জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ইয়াসের আরাফাত ২০১২ সালের ১৮ মার্চ থেকে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই পদে কাউকে পদায়ন করা যাচ্ছেনা।

এছাড়াও অপারেশনের জন্য ডায়াথার্মি, ওটি লাইটও সরবরাহ করা হয়নি। তাই জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অপারেশন থিয়েটার অনেকটা অকেজো হয়ে পড়ে আছে। ফলে হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 

স্থানীয়রা জানান, খিয়েটার স্থাপন করা হলেও হাসপাতালটিতে অপারেশন করা হয়নি। না। তাই জরুরি ও জটিল প্রসূতি নারীদেরকে বাইরের ক্লিনিকে অথবা জেলা বা বিভাগীয় হাসপাতালে নিয়ে অপারেশন করাতে হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘নতুন ভবনে অপারেশন থিয়েটারের জন্য প্রয়োজনীয় কক্ষ রাখা হয়েছে। তাছাড়া এখানে জুনিয়র কনসালট্যান্টও (গাইনি) আছে। এখন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পেলে অপারেশন শুরু করতে পারবো।’ 

জানতে চাইলে নাটোরের সিভিল সার্জন মুহাম্মদ মশউির রহমান বলেন, ‘হাসপাতালটিতে উন্নত সেবা নিশ্চিতে কিছু দিনের মধ্যে প্রয়োজনীয় উপকরণ প্রদানের সুপারিশ করা হবে।’

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর