প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৩, ১৯:৩৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কলেজছাত্র সৌরভ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মোবাইলে ফোনে আপত্তিকর ভিডিও ধারণের জেরেই রিফাত হোসেন (১৯) নামের এক তরুণ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সৌরভ উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক খাজা মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত আসামি রিফাত হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস রিফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, ‘সৌরভের মোবাইল ফোনে রিফাতের কিছু আপত্তিকর ভিডিও ছিল। ওই ভিডিও দিয়ে সৌরভ রিফাতকে মাঝে মাঝে ব্ল্যাকমেইল করার চেষ্টা করত।
গত (৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ধানক্ষেতের মাঠে তাদের দুজনের মাঝে ভিডিও নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৌরভ চিৎকার করার হুমকি দেয়।
তখন রিফাত সৌরভের গলা চেপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে শ্বাস বন্ধ হয়ে সৌরভ মারা যায়। পরে সেখানে ধানখেতে সৌরভের মরদেহ ফেলে রিফাত বাড়ি চলে যায়। হত্যার আলামত মুছে ফেলতে সৌরভের মোবাইল ফোন স্থানীয় একটি মসজিদের পুকুরে ফেলে দেয়। পরে মোবাইল উদ্ধার করা হয়।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: