priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ধর্ষণে ১৩ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৩, ১৮:৩৬

প্রতিকী ছবি

রাজশাহীর বাঘায় ধর্ষণে ১৩ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ অভিযোগে বৃদ্ধ মোজাহার আলীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাঘা থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মোজাহার আলী উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামের মৃত বদর আলীর ছেলে।

জানা গেছে, ৪ মাস আগে ১৩ বছরের কিশোরী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করের মোজাহার আলী। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। কিছুদিন পর থেকে কিশোরীর শারীরিক পরিবর্তন হতে থাকে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা করার পর দায়িত্বরত চিকিৎসক ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান।

কিশোরীর বাবা নিরুপায় হয়ে বৃহস্পতিবার বাঘা থানায় একটি ধর্ষণের মামলা করেন। রাতেই মোজাহার আলীকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

বাঘা থানা ওসি খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হওয়ার পর অভিযুক্ত মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর