priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

রাজশাহীতে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৩, ১৮:১৭

সংগৃহিত ছবি

একই দড়িতে পাঁচ বছর বয়সি শিশুসন্তান জিহাদের সঙ্গে ঝুলছিলেন শান্ত্বনা বেগম (২৮)। রোববার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা ওই গ্রামের দিনমজুর মোহাম্মদ আলী জয়ের স্ত্রী- সন্তান। 

শান্ত্বনা বেগমের স্বামী মোহাম্মদ আলী জয় জানান, তিনি দিনমজুরের কাজ করেন। বিকেলে বাড়ি এসে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকা ডাকি করেন। 

কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন স্ত্রী-ছেলের লাশ ঘরের আড়ায় একই দড়িতে ঝুলছে। এরপর খবর দিলে থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহতের বড় বোন রোখসানা বেগম বলেন, ‘হঠাৎ কী কারণে আমার বোন ও ভাগনে ফাঁস দিল, তা রহস্যজনক। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’ 

খবর পেয়ে ঘটনাস্থলে যান পুঠিয়া থানার উপপরিদর্শক সোহেল রানা । তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। সে কারণে ওই গৃহবধূ তাঁর ছেলেকে ফাঁস লাগিয়ে নিজেও একই কায়দায় আত্মহত্যা করতে পারেন। তবে আমরা ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ উদ্ধার করে থানায় এনেছি।’ 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘরের দরজা ভেঙে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। ‘লাশ দুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর রহস্য বের হবে।’

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর