priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, ৪৯ শিক্ষার্থী আটক

নাটোর

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ২০:০২

সংগৃহিত ছবি

নাটোরে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করায় ৪৯ শিক্ষার্থীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।  রোববার (৮ অক্টোবর) দুপুর ২টায় শহরের বঙ্গজলে অবস্থিত ‘নাটোর রাজবাড়ী’তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে সবার মুচলেকা নিয়ে পরিবারে হস্তান্তর করা হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ডিবির (ওসি) আব্দুল মতিন।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাজবাড়ীর ভেতরে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করে। অনেক যুবক-যুবতী রাজবাড়ীর নির্জন জায়গায় অসামাজিক অবস্থায় থাকে।

যার কারণে সাধারণ দর্শনার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তারা প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে মাঝেমধ্যে এমন অভিযান পরিচালনার আহ্বান জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের অন্যতম পর্যটন কেন্দ্র বঙ্গজলে ‘নাটোর রাজবাড়ী’র ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল।

স্থানীয়রা বিষয়টি পুলিশ সুপারকে মোবাইলে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাজবাড়ীর ভেতরে বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে।

ডিবির (ওসি) আব্দুল মতিন বলেন, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজবাড়িতে আড্ডা দিচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করা হয়েছে।

টিনেজ হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর