priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ভোটের পরিবেশ তৈরিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৩, ২০:১০

কাজী হাবিবুল আউয়াল

ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এমন পরিস্থিতি তৈরিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। খবর সমকাল।

সিইসি বলেন, আমাদেরকে সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে। সরকারের পুলিশ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় কীভাবে সুদৃঢ় করা যায়। তা নিয়ে আপনাদের কাজ করতে হবে। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয় সেজন্য নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, অংশগ্রহণমূলক মানে যেখানে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে আসেন।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আশা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর