প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ২০:০২
জয়পুরহাটের পাঁচবিবিতে মো. হোসাইন ওরফে সৌরভ নামেরে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. হোসাইন ওরফে সৌরভ উপজেলার মোহাম্মদপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। এ বছর সড়াইল আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলেজছাত্রের গলায় দাগ ও বাম হাতের রগ কাটা ছিল। কী কারণে ওই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও মামলা করেনি।
স্বজনদের বরাতে তিনি আরও জানান, সৌরভ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। শুক্রবার সকালে গ্রামের একটি ধানখেতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাইয়ের ছেলে জাহিদ হাসান বলেন, সৌরভ রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কেউ তাকে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে পালিয়ে গেছে।
বরেন্দ্র এক্সপ্রেস/এফএস
মন্তব্য করুন: