priyonaogaon@gmail.com বুধবার, ৯ই অক্টোবর ২০২৪, ২৪শে আশ্বিন ১৪৩১
ব্রেকিং:
  • দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***, হাসিনার পতনের এক মাসে দেশে যেসব পরিবর্তন ঘটেছে***, কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন দুই সাবেক আইজিপি***

নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ১৯:৩০

ফাইল ছবি

দেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের সমুদ্র ও নদী বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্ক বার্তায় সমুদ্র বন্দর ও নদী বন্দর নিয়ে পৃথক পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। খবর ইত্তেফাক।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাসে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর