প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৯:৪৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেলিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী অলেনুর বেগম।
আলেনুর বেগম জানান, গোরস্থানের গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল হামিদ, মেজর আলী, তরিকুল ইসলাম, নুরুল ইসলাম, আবু তালেব, কাওসার আলী, মতি জোয়ারীর সঙ্গে তার স্বামীর বিবাদ চলছিলো।
গত ১ অক্টোবর সেই বিবাদের জেরে সেলিম হাসানকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সেদিন রাতেই এজাহার দায়ের করেন আলেনুর বেগম।
মামলা দায়েরের পর ৪ দিন পেরিয়ে গেলেও আসামিদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। উপরন্তু আসামিরা তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। ফলে তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করতে পারছি না। তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: