প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৭:৫৫
নাটোরের বাগাতিপাড়ায় মাহফুজ আহমেদ (১৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেবনগর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহফুজ ওই উপজেলার চকগোয়াস গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাহফুজ তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। রাতে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাননি।
পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেবনগর গ্রামের আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাহফুজের মরদেহটি উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাহফুজকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে। রহস্য উদঘাটন করতে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ। এ ব্যপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বরেন্দ্র এক্সপ্রেস/এফএস
মন্তব্য করুন: