priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চলবে ১০০ বছর’

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৭:৩৪

আলেস্কি লিখাচেভ। ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর থেকে ১০০ বছর চলবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশের কাছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর কালবেলা।

আলেস্কি লিখাচেভ বলেন, এই বিদ্যুৎকেন্দ্র ১০০ বছর চলবে। এই বিদ্যুৎকেন্দ্রর জীবনকাল ১০০ বছর। এখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’

এ সময় আলেস্কি লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি অনেক কাজ করেছেন। আপনার সরকারকে ধন্যবাদ।’

এর আগে, বিকাল ৩টার দিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ঐতিহাসিক এই কমিশনিংয়ের মধ্য দিয়ে ইউরেনিয়াম জ্বালানির যুগে প্রবেশ করে বাংলাদেশ। বাংলাদেশ পরমাণু শক্তি ব্যবহারকারী ৩৩তম রাষ্ট্র।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর