priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ডেঙ্গুতে রামেক হাসপাতালে প্রাণ গেল নারীর

রাজশাহী

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ১৬:৪৮

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহিমা খাতুন (২৮) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মহানগরীর বোয়ালিয়া থানার কালিপুকুর এলাকার বাসিন্দা।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে।

দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাহিমা খাতুন সম্প্রতি ঢাকা থেকে এসেছেন।

জ্বর নিয়ে গত ২ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন তাকে হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। রাতে তিনি সেখানেই মারা যান। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

চলতি ডেঙ্গু মৌসুমে হাসপাতালে ২ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৬ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন।

এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ১৩৩ জন রোগী। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর