priyonaogaon@gmail.com সোমবার, ২৪শে মার্চ ২০২৫, ১০ই চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

তলিয়ে গেছে চলনবিলের হাজার হেক্টর জমির ধান

নাটোর

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৩, ২১:৫৫

সংগৃহিত ছবি

টানা বৃষ্টি আর উজানের ঢলে নাটোরে চলনবিলে তলিয়ে গেছে রোপা আমন খেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন ধানখেত তলিয়ে যাচ্ছে। এক থেকে দেড় মাসের মধ্যে ধান ঘরে তোলার কথা থাকলেও এখন পানিতে নিমজ্জিত দেড় হাজার কৃষকের এক হাজার হেক্টর জমির ধান।

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম পারুহার এলাকার কৃষক জয়নাল আবেদিন মৃধা জানান, এবার তিনি ২৫ বিঘা জমিতে রোপণ করেছিলেন উচ্চফলনশীল রোপা আমন ধান। এক থেকে দেড় মাসের মধ্যেই এসব ধান ঘরে তুলতে পারতেন।

কিন্তু হঠাৎ করে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে তার সবটুকু জমির ধান। পরিশ্রম আর নতুন ধান পাওয়ার স্বপ্ন এখন পানির নিচে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, ‘চলনবিলে মূলত দুটি ফসল হয়। একটি বোরো এবং অন্যটি রোপা আমন ধান। কিন্তু গত কয়েক বছর দেরিতে বন্যা আসার পাশাপাশি পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের ফসল।

এতে করে ক্ষতির মুখে পড়ছেন তারা। গত চারদিনে পানিতে অন্তত এক হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত এবং ৩২০ হেক্টর জমি তলিয়ে গেছে। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির পাশাপাশি সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।’

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর