প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৩, ২১:১২
নাটোরের বড়াইগ্রামে কৌশলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে সাজেদুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাজেদুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মশিউরীপাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে।
থানা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত দেড়টার দিকে জনৈক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে আসেন। এ সময় আগে থেকে ওতপেতে থাকা সাজেদুল ইসলাম তার ঘরে ঢুকে লুকিয়ে থাকে।
কিছুক্ষণ পরে ওই গৃহবধূ ঘরে ঢোকার পর সাজেদুল তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকার শুনে লোকজন ছুটে এলে সাজেদুল ইসলাম সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সে মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত আসামিকে বাড়ি থেকে গ্রেফতার করে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: