priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

পাচারকালে টিসিবির সাড়ে ১০ হাজার কেজি চাল জব্দ

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৩, ১৭:৩০

সংগৃহিত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাচারের সময় টিসিবির সাড়ে ১০ হাজার কেজি চালসহ, ডাল ও তেল জব্দ করা হয়েছে। সোমবার রাতে স্থানীয়দের সহায়তায় উপজেলার রামশীল ইউপি চেয়ারম্যান এ সব পণ্য জব্দ করেন।

ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। খবর সমকাল।

স্থানীয়রা জানান, এসব পণ্য জনগণের মধ্যে বিতরণ না করে বাইরে বেশি দামে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। এ বিষয়ে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস জানান, সোমবার রাত ১০টার দিকে রামশীল ইউপির অস্থায়ী গোডাউনে রাখা ১ হাজার ৪৫০ কেজি চাল, ৫৬ লিটার তেল ও ২০ কেজি মুসুর ডাল টিসিবি ডিলার কাজী এমরান তার বাড়িতে নিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা দেখে ফেলেন। তারা আমাদেরকে খবর দেন।

পরে পাচার করা পণ্য জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়। রাতেই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। মঙ্গলবার সকালে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে ইউএনও বরাবর চিঠি দেওয়া হয়েছে।

ইউএনও ফেরদৌস ওয়াহিদ জানান, ইউপি চেয়ারম্যানের চিঠি পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত টিসিবি ডিলার কাজী এমরান বলেন, ‘ওই ইউনিয়নে আমার টিসিবির পণ্য বিক্রয় শেষ হয়েছে। ক্রেতারা ডাল ও তেল বেশি কিনেছেন। কিন্তু চাল কেনেননি।

এসব পণ্য অন্য ইউনিয়নে বিতরণের জন্য নেওয়া হচ্ছিল। তখন স্থানীয়রা এটি জব্দ করে। তবে পণ্য অন্য জায়গায় পরিবহনের আগে আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান বা কাউকে জানাইনি।’

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর