priyonaogaon@gmail.com মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর ২০২৪, ২৬শে ভাদ্র ১৪৩১
ব্রেকিং:
  • দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***, হাসিনার পতনের এক মাসে দেশে যেসব পরিবর্তন ঘটেছে***, কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন দুই সাবেক আইজিপি***

স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড

খাগড়াছড়ি

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৩, ১৫:২৬

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার বাবু পাড়া নামক এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডেজী চক্রবর্তী।

সাজাপ্রাপ্ত ওই বখাটে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকার মো. নিজাম উদ্দিন (৩৬)।

জানা যায়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে ঐ যুবক হাত ধরে টান দিলে মেয়েটি চিৎকার করে উঠে।

চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে ও পরে ঐ বখাটে যুবককে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে মারধর করা হয়। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডেজী চক্রবর্তী এসে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মো. নিজাম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত শেষ করে তাকে খাগড়াছড়ি সদর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিয় নওগাঁ/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর