প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ১৭:০৬
নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামের একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজুল ইসলাম উপজেলার নাজিরপুরের গুপিনাথপুর পূর্বপাড়ার প্রয়াত সেফাত মাস্টারের ছেলে। তিনি সিরাজুল ইসলাম পেশায় একজন দর্জি ছিলেন।
স্থানীয়রা জানান, সাত বছর আগে সিরাজুল ইসলাম স্ট্রোকে অসুস্থ হন। তারপর থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। রোববার ভোরে নতুনপাড়া মহল্লার একটি পুকুর পাড়ে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একবার স্ট্রোক করেছিলেন। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, স্টোক করেও তিনি মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: