priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

সিরাজগঞ্জে একই দিনে দুইজনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ১৬:৫৮

প্রতিকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে শনিবার রাতে দাম্পত্য কলহের জেরে বিয়ের এক মাসের মাথায় রবিউল করিম (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। একই দিন ভোরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সবুজ মুন্সী (২০) নামের আরেক যুবক আত্মহত্যা করেছেন। 

এই দুই ঘটনায় রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

জানা গেছে, শনিবার রাতে মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে রবিউল করিম (১৭) গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবক গত আগস্ট মাসে বিয়ে করেন। বিয়ের পর শারীরিক অক্ষমতার কারণে স্বামী-স্ত্রীতে টানাপড়েন সৃষ্টি হয়। পরে রাগ অভিমানে ওই যুবক আত্মহত্যা করেন।

অপরদিকে একই দিন ভোরে সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের প্রয়াত শফিকুল মুন্সীর ছেলে সবুজ মুন্সীর (২০) সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ বাধে। তারা ওই রাতে ঝগড়া করে ঘুমিয়ে যায়। পরে শেষ রাতের দিকে স্ত্রীর উপর অভিমান করে সবুজ মুন্সী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

এ বিষয় দুটির সত্যতা নিশ্চিত করে তাড়াশ পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর