priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ১৬:৪৬

সংগৃহিত

একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে খবর পেয়ে ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়ার বাদাল গ্রামের বিকাশ চন্দ্র দাস (২২) ও খাগড়াছড়ির রামগড় করৈয়া বাজারের ছেরাজুল হকের ছেলে মহিউদ্দিন মঈন (৩৫)।

নিহত বিকাশের শ্বশুর দীপক চন্দ্র দাস ও মঈনের ভায়রা সাইফুল জানান, তারা পশ্চিম ছাগলনাইয়ার পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের পাশে কুয়েত প্রবাসী সহিদ উল্যার ভবনে রাজমিস্ত্রী প্রধান কামাল উদ্দিনের অধীনে কাজ করছিলেন।

শুক্রবার সকালে ঘটনাস্থলে কাজে গেলে কামাল উদ্দিন সহকারী বিকাশকে ভেতরে ডুকে সেপটিক ট্যাংকির ছাদ ঢালাই দেওয়া সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলে মঈনের মাধ্যমে উপরে তুলতে বলেন।

দীর্ঘদিন ট্যাংকির মুখ ইট দিয়ে বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে গেলে বিকাশ মুখ ভেঙে নিচে নামা মাত্রই অজ্ঞান হয়ে পড়েন। মঈন তাকে উদ্ধার করতে নিচে নামলে মঈনের একই অবস্থা হয়। বিদ্যুৎস্পৃষ্টের অনুমান করে কাউকে কিছু না জানিয়ে সাব-ঠিকাদার রাজমিস্ত্রি কামাল তার অপরাপর সহযোগীদের নিয়ে গা-ঢাকা দেন।

রাত পর্যন্ত বিকাশ ও মঈন বাসায় না ফিরলে তাদের পরিবার কামালের বাড়িতে গিয়ে তাদের খোঁজ চায়। কামাল তাদের বলেন, দুজনকে পশ্চিম ছাগলনাইয়া কাজে পাঠানো হয়েছে এবং এরপর কী হয়েছে তা জানেন না। পরে কামালের আরেক সহযোগী দুজনের পরিবারকে গোপনে জানান, তারা সেপটিক ট্যাংকিতে ঢুকে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। 

শনিবার ভোরে তাদের দুই পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে উঁকি দিয়ে দেখতে পান দুজনের নিথর দেহ দেখা যাচ্ছে। তাদের চিৎকারে স্থানীরা পুলিশে খবর দেয়। পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্যাংকির মুখ বড় করে ভেঙে মরদেহ উদ্ধার করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে।

সাব-ঠিকাদার কামালকে খুঁজে না পেয়ে তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বাড়ির মালিক সহিদ স্বপরিবারে কুয়েতে অবস্থান করায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সহিদের আত্মীয় জানান, কামালকে তারা সাব-ঠিকাদারি দিয়েছিলেন।

ছাগলনাইয়ার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ালী উল্লাহ জানান, ঘটনা তদন্তে পুলিশের তিন সদস্যের কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর