প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৪, ১১:১১
ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে অনুরূপ পাল্টা হামলার বিকল্প নেই বলে প্রচার চালাচ্ছে ইউক্রেন। এজন্য দেশটি রাশিয়ার আরও অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চায়। সামরিক বিমানবন্দর, ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমে মস্কোকে ঠেকানো সম্ভব বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য যুক্তরাষ্ট্রের সম্মতি আদায়ে চাপ দিয়ে যাচ্ছেন তিনি। শনিবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও ইউক্রেনের প্রতিনিধির আলোচনায় বিষয়গুলো তুলে ধরা হয়। খবর রয়টার্সের।
২০২২ সাল থেকে ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তবে এসব সামরিক সরঞ্জাম কেবল ইউক্রেনের মাটি ও সীমান্ত অঞ্চলে আত্মরক্ষার্থে ব্যবহারের শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস। এজন্য জেলেনস্কি চাইলেও রাশিয়ার অভ্যন্তরের ঘাঁটি বা অস্ত্রাগারে হামলা চালাতে পারছে না।
জেলেনস্কি বলেছেন, খারকিভে শুক্রবার রুশ বিমান হামলায় ছয়জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। তাঁর মতে, কেবল রুশ ভূখণ্ডে তাদের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমেই এসব হামলা প্রতিহত করা সম্ভব। মিত্রদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতি জেলেনস্কির আবেদন, ‘দেশ ও জনগণকে রক্ষায় আমাদের পূর্ণ সক্ষমতা প্রয়োজন। আপনাদের দূরপাল্লার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র এবং তা ব্যবহারের অনুমতি, দুটিই আমাদের প্রয়োজন।’
ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি জেলেনস্কি। তবে তাঁর প্রতিনিধি ইউক্রেনের মিত্রদের কাছে প্রয়োজনীয় সব দাবি তুলে ধরেছেন বলে নিশ্চিত করেছেন।
ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে শুক্র ও শনিবার বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। সিএনএনকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইউক্রেনে হামলা চালাতে ব্যবহৃত রুশ বিমানঘাঁটিগুলো দেখানো হয়েছে। তাদের ত্রাস থেকে আমাদের জনগণকে নিরাপদ রাখতে কেমন সক্ষমতা প্রয়োজন, তা ব্যাখ্যা করেছি। আশা করি, আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি।’
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন জেলেনস্কি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সফরে ব্যক্তিগতভাবেও রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে সম্মতি আদায়ের আবেদন করবেন তিনি।
কিয়েভের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া অর্থমন্ত্রী ইউলিয়া সোভ্রিডেনকো এক্সে একটি পোস্টে জানান, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে গত জুনে ঘোষণা করা জ্বালানি খাতের জন্য ৮০ কোটি ডলার অর্থায়ন প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে। রুশ বিমান হামলায় ইউক্রেনের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে রাশিয়ার তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে সিরিজ ড্রোন হামলা হয়েছে। দেশটির কর্মকর্তাদের মতে, ইউক্রেন মস্কো অঞ্চল ও পাশের টিভারে বিদ্যুৎ ও তেল শোধনাগার কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১৫৮টি ইউক্রেনীয় ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা বাধা ও ধ্বংস করেছে। এর মধ্যে মস্কো শহরে দুটি এবং আশপাশের বৃহত্তর অঞ্চলজুড়ে ৯টি হামলা শনাক্ত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগার ও টিভার অঞ্চলের কোনাকোভো বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্কের সীমান্ত অঞ্চলজুড়ে ৪৬, ব্রায়ানস্কে ৩৪, ভোরোনেজে ২৮ ও বেলগোরোদ অঞ্চলগুলোয় ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া কালুগা, লিপেটস্ক, রিয়াজান ও অন্যান্য অঞ্চলে আরও বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
প্রিয় নওগাঁ/এফএস
মন্তব্য করুন: