priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

আরও ইসরায়েলী জাহাজ আটকের হুমকি হুথিদের

বিদেশ ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ০৮:৪৩

ফাইল ছবি

ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ আটকের একদিন পর— ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিয়েছে। সশস্ত্র এ গোষ্ঠী হুঁশিয়ারির সুরে বলেছে, ইসরায়েলি জাহাজ তাদের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু।’ খবর এএফপি।

গতকাল রোববার (১৯ নভেম্বর) লোহিত সাগরে ২৫ জন ক্রুসহ গ্যালাক্সি লিডার নামের একটি বিশাল জাহাজ আটক করে হুথি বিদ্রোহীরা। হুথিরা জাহাজ আটকের পর এ নিয়ে বিশ্বে হৈচৈ পড়ে যায়। ইসরায়েল দাবি করে, জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, জাহাজ আটকের মাধ্যমে হুথিরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।

তবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে—  শুধুমাত্র এক জাহাজ আটক করেই হুথিরা থামবে না বলে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আল-মোসকি। তিনি বলেছেন, ‘যে কোনো জায়গায় ইসরায়েলি জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না।’

বিশেষজ্ঞরা বলছেন, হুথিরা এখন লোহিত সাগরের বাব আল-মানবাব প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করছে। গুরুত্বপূর্ণ এ সমুদ্র পথ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে। কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পরই এতে যোগ দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বেশ কয়েকবার ইসরায়েল লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে জাহাজ আটকের মাধ্যমে যুদ্ধের ফ্রন্টে চলে এসেছে হুথিরা।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর