priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ০৭:৩১

সংগৃহিত ছবি

৪৪তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। হামাসকে নির্মূল করার নামে তারা গাজায় স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা ১৩ হাজার অতিক্রম করেছে। এছাড়া আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের মধ্যে ৫৫০০ শিশু ও ৩৫০০ নারী রয়েছেন।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ চলাকালে তাদের ১২০০ লোক নিহত হয়েছে। যদিও শুরুতে তারা নিহতের সংখ্যা ১৪০০ জানালেও পরে তা কমিয়ে ১২০০ জানায়। এছাড়া এ যুদ্ধে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন।

গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গতরাতে স্থল অভিযান ও গাজায় তাদের হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করেছে।

সেনাবাহিনীর এমন বক্তব্যের ফলে গাজায় স্থল অভিযানের মাত্রা আরও বাড়বে কিনা- তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। এমন বক্তব্যের মাধ্যমে তারা স্থল অভিযানকে গাজার দক্ষিণে আরও অগ্রসর করতে পারে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে খান ইউনুসে লিফলেট বিতরণ করে ইসরায়েল। তারা সেখানকার বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা দেয়। ওই অঞ্চলে সেনাবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর