priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বিশ্বকাপে হামলার হুমকি খালিস্তানি নেতার

বিদেশ ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ২২:৩৮

সংগৃহিত

ক্রিকেট বিশ্বকাপের আগে টানাপড়েন শুরু হয়েছে ভারত ও কানাডার সম্পর্কে। চলতি বছরের ১৮ জুন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের খুনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন তলানিতে। দুই পক্ষের সরকার এর মধ্যে জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। এবার এর মধ্যে জড়িয়ে গেল ক্রিকেট।

খালিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিসের (এসএফজে) অন্যতম নেতা গুরপত্তওয়ান্ত সিং পান্নুন সরাসরি আসন্ন বিশ্বকাপকে আক্রমণ করল। বিশ্বকাপে হামলা করার হুমকি দিয়েছেন তিনি। একটি অডিও বার্তায় তাকে হুমকি দিতে শোনা যায়। ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে ভারতে এবারের বিশ্বকাপ শুরু হবে।

প্রথম ম্যাচটা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনাল ও ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের দায়িত্বও পেয়েছে এ স্টেডিয়াম। এই গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বকাপে আক্রমণের হুমকি দিলেন পান্নুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা যায়, এক ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রদূত সঞ্জয় কুমার বর্মাকে আক্রমণ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অসম্মান করার জন্য।


সেই ভিডিওতে যেই আওয়াজটা শোনা যায় সেটি পান্নুনের বলে জানা গেছে। ভিডিওতে বলা হয়েছে, ‘নিজ্জারের খুনে, আমরা বুলেটের বদলে ব্যালট ব্যবহার করব। আমরা সহিংসতার বিরুদ্ধে ভোট ব্যবহার করব। এই অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ হবে না। এটা হবে বিশ্ব সহিংসতা কাপের সূচনা।


এই বার্তাটা দিচ্ছেন গুরপত্তওয়ান্ত সিং পান্নুন, এসএফজের জেনারেল কাউন্সিল।’

ভিডিওতে শোনা যায়, ‘ভারত ও মোদি সরকার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিন্দা করেছেন। আমরা পরামর্শ দিচ্ছি অটোয়াতে দূতাবাস বন্ধ করে দিন, নয়তো রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিন।’

প্রসঙ্গত, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে কানাডার একটি গুরুদ্বারের বাইরে গুলি করে মেরে ফেলায়। এরপর কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের গুপ্তচর সংস্থাকে দায়ি করে এই খুনের জন্য।

এরপর পাল্টা জবাব দেয় ভারত। ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। এবার সেটার ছায়া এসে পড়ল ক্রিকেটে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর