priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

এবার মেঘেও প্লাস্টিক!

বিদেশ ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ২২:৩৩

সংগৃহিত

মেঘের ভেতর প্লাস্টিক কণা বা অনুর সন্ধান পেয়েছেন জাপানের বিজ্ঞানীরা। তারা মনে করছেন এসব প্লাস্টিক কণা জলবায়ুকে প্রভাবিত করছে। কিন্তু কীভাবে জলবায়ুকে প্রভাবিত করছে তা এখনও পরিষ্কার নয়। খবর এএফপির

এ বিষয়ক একটি গবেষণা প্রকাশিত হয়েছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি লেটারস-এ। তাতে বলা হয়েছে, বিজ্ঞানীরা ফিজি ও ওয়ামা পাহাড়ের চূড়ায় আরোহণ করে মেঘের কণা সংগ্রহ করেন। সেখান থেকে নমুনা নিয়ে তারা গবেষণা করেন।

এই মেঘের পদার্থগত এবং রাসায়নিক দিক থেকে কি কি বৈশিষ্ট্য আছে তারা তা পরীক্ষা করেন। এ সময় নয় ধরনের পলিমার দেখতে পান তারা। এছাড়া এক ধরনের রাবারের উপস্থিতি পান। যার আকার ৭.১ থেকে ৯৪.৬ মাইক্রোমিটার পর্যন্ত। প্রতি লিটার (০.২৬ গ্যালন) পরীক্ষিত মেঘের পানিতে রয়েছে ৬.৭ থেকে ১৩.৯ টুকরা প্লাস্টিক।

গবেষণার প্রধান লেখক ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের হিরোশি ওকোচি বুধবার এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, “যদি ‘প্লাস্টিক বায়ুদূষণ’ সমস্যাটি সক্রিয়ভাবে সমাধান করা না হয়, তাহলে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত ঝুঁকি বাস্তবে পরিণত হতে পারে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর