priyonaogaon@gmail.com শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে হোয়াইট হাউসের তৎপরতা

বিদেশ ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ১৯:০৯

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন (বামে) ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট। ফাইল ছবি

ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর আলোচনা চলছে। শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

এর আগে শনিবার ভোরে হঠাৎ করে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

রোববার সকাল নাগাদ যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত রয়েছে ওই হোয়াইট হাউস কর্মকর্তার বক্তব্যে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে স্পিকার ম্যাককার্থি সরে যাওয়ায় নেতৃত্বশূন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অস্ত্র সহায়তার বিষয়টি জটিলতা তৈরি করতে পারে। 

শনিবার হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তিত রয়েছে।’

অন্যদিকে হামাসের আকস্মিক হামলার নেপথ্যে ইরানের ইন্ধন রয়েছে কিনা তা এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরান হামাসের বৃহৎ পরিসরে এবারের হামলার সঙ্গে ‘সরাসরি জড়িত’ কিনা তা এখনই বলার সময় আসেনি। তবে হামাস যে ইরানের অর্থায়নপুষ্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই।

শনিবার ভোরের হামাসের হামলার পর ইসরায়েলের ৩০০ জন নিহতের কথা জানা গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৩০ জন নিহতের তথ্য জানা গেছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর