priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বাড়িতেই বানিয়ে ফেলুন কোল্ড কফি

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ১৭:২৯

সংগৃহিত

চা বা কফি পান করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের শরীর তরতাজা রাখতে চা-কফির জুড়ি মেলা ভার। ঘুম থেকে উঠে, অফিসের কাজের ফাঁকে, বন্ধুদের সাথে আড্ডায়, বাড়ি ফেরার পথে কিংবা বিকেলের নাশতার সাথে এক কাপ চা বা কফি না হলে যেন ঠিক জমে না।

অনেকের পছন্দ চা, আবার অনেকেই কফি খেতে বেশি পছন্দ করেন। এর মধ্যে কেউ কোল্ড কফি আবার কেউ হট কফি পছন্দ করে। সব সময় বাইরে গিয়ে চা বা কফি খাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাড়িতেই কোল্ড কফি বানানো শিখে ফেলুন।

মাত্র কয়েকটা উপকরণেই বানাতে পারেন কোল্ড কফি।

সময়ও লাগে খুব কম।

 

কোল্ড কফি তৈরির উপকরণ:

১. দুধ ২ কাপ

২. কফি ২ চা চামচ

৩. ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ

৪. মধু ১ টেবিল চামচ

৫. ভ্যানিলা আইসক্রিম

৬. কয়েকটা আইস কিউব

 

কোল্ড কফি তৈরির পদ্ধতি:

১) দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন।

২) তারপর ব্লেন্ডার জারে আইস কিউব, কফি, দুধ, মধু, ফ্রেশ ক্রিম এবং দুই টেবিল চামচ আইসক্রিম দিন। এবার ভালো করে ব্লেন্ড করুন, যাতে ঘন হয়।

 

আপনি যদি কোল্ড কফিতে একটু বেশি ক্রিম পছন্দ করেন, তাহলে আরও কিছুটা ফ্রেশ ক্রিম দিতে পারেন।

 

৩) এবার একটা কাঁচের গ্লাস নিয়ে তাতে কয়েকটা আইস কিউব দিন এবং কফির মিশ্রণটি ঢালুন। চাইলে গ্লাসটি চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন।

৪) গ্লাসের উপর ভ্যানিলা আইসক্রিম দিন। তার ওপর চকলেট সিরাপ, বাদাম, কিশমিশও দিতে পারেন, তবে এগুলো অপশনাল।

এবার পরিবেশন করুন।

 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর