priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

জীবনে সফল হওয়ার উপায়

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ১৭:২০

প্রতিকী ছবি

সবাই জীবনে সফল হতে চায়। সবাই চায় সমাজে তার একটা নাম হবে। সবাই তাকে চিনবে। কিন্তু সাফল্য পাওয়া এতটা সহজ নয়। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সফল হতে অনেকে অনেক কিছু করে থাকে।

সাফল্যের ছোঁয়া পেতে এমন কিছু উপায় বা টিপস জেনে নিন।

 

অজুহাত না দেখানো

সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে।

অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে।

 

অনুপ্রেরণা

এটি হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করবে। সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে। এতে আপনার লক্ষ্য পূরণে সহায়তা হবে।

 

প্রত্যেকটা দিন নতুন দিন

প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয়। ঘুম থেকে উঠার পর আপনার আজকের দিনের কী কী কাজ আছে তা সাজিয়ে ফেলতে হবে। আবার ঘুমাতে যাওয়ার আগে সেই কাজগুলো শেষ করে ফেলতে হবে। কোনো কাজ বাকি রেখে ঘুমোতে যাবেন না।

ইতিবাচক চিন্তাভাবনা

নিজেকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনায় রাখতে হবে।

নেতিবাচক চিন্তাধারা মনে জায়গা দেওয়া যাবেনা। সামান্য কিছুতেই ভেঙে পড়া যাবেনা। আবার সামান্য কিছু পেয়েও এত খুশি হওয়া যাবেনা।

 

আত্মবিশ্বাস

সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের চরম শিখরে পৌছে দিতে সাহায্য করবে।

ঝুঁকি নেওয়া

কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটা জরুরি। কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখা যাবেনা। ঝুঁকি নেওয়ার চ্যালেন্জ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে।

ভুল সংশোধন

নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে। তাহলে নিজের ভুলগুলো নিজে সংশোধন করতে পারবেন।

 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর