priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বাঁধনের সিনেমায় বলিউড বাদশা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ১৫:২১

সংগৃহিত

বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে। এটা পুরোনো খবর। নতুন খবর এই সিনেমায় দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। পরিচালক নিজেই জানালেন এই সংবাদ।

আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’। সিনেমার মুক্তি সামনে রেখে নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন বিশাল ভরদ্বাজ। সেখানে তিনি জানান সিনেমাটিতে ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে!

অনেকদিন ধরেই শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বিশাল ভরদ্বাজের। এজন্য শাহরুখের সঙ্গে আলোচনাও করছিলেন পরিচালক। শাহরুখের ‘জাওয়ান’ সিনেমা মুক্তির আগে থেকে কথা চলছিল। এবং সিনেমা মুক্তির পরও। আলাদা করে কাজ শুরু না করলেও পরিচালকের আসন্ন সিনেমায় আসছেন শাহরুখ।

এই সিনেমায় শাহরুখের অভিনয়ের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, ‘অনেকদিন ধরেই ভক্তরা শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছিলেন। আমি বলেছিলাম সময় হলেই দেখবেন। এবার সময় হয়েছে। এখন ভক্তরা সুপারস্টারকে (শাহরুখ) ‘‘খুফিয়া’’ সিনেমায় ‘‘ইনডিরেক্ট ক্যামিও’’ চরিত্রে দেখতে পাবেন।’

গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে।

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনয় করেছেন।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর