priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

সেলিব্রিটি ক্রিকেট লিগ

খেলতে গিয়ে মার খেয়ে কাঁদলেন নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ১৫:১৩

সংগৃহিত

রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এ লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শুক্রবার রাতে গ্রুপপর্বের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে। 

এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের খেলা শুরু হয়।

তবে ম্যাচশেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একসময় মারামারিতে রূপ নেয়। 

সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকা রাজ রিপার। সেই সঙ্গে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের রাজ রিপা বলেন, ‘আমরা দুপুর ১২টার মধ্যে চলে এসেছি। সাড়ে ১২টায় খেলা। ৩ ঘণ্টা খেলা আটকিয়ে রেখেছে। রায়হান রাফী আমাদের খেলা আটকে রাখে। 

কারণ আমাদের ভালো প্লেয়ার যারা, তারা তাদের মাঠে নামতে দেবে না। রায়হান রাফীর কথা ম্যানেজমেন্ট শুনছে। ম্যানেজমেন্ট যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু মাঠে খেলোয়াড় নামাইছি।’

এই নায়িকা আরও বলেন, ‘এই রাউন্ডে আমাদের প্লেয়ার কিন্তু বাদ দেওয়া হইছে। যে ভালো খেলে তাকেই নামতে দিচ্ছে না। ম্যানেজমেন্ট বলছে, এরা অপরিচিত, এরা আননোন। তা হলে আগেরবার কেন নামতে দিছে? আমরা তো  ম্যানেজমেন্টের ডিসিশন নিছি, তাই না।’

তিনি আরও বলেন, ‘এখন যেই ম্যাচ জেতা হইছে...এটার লাইভ দেখবেন আমি একটা চার মারচি ওটা চার হইছে, কিন্তু ম্যানেজম্যান্ট দেয় নাই। কারণ ম্যানেজম্যান্ট চোরকে চামচামি করা, চোর কিন্তু মোস্তফা কামাল, রায়হান রাফী এরা থাকে।

ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, কিন্তু পারবে না। রাজ রিপার ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়াইছি।’
আপনার গায়ে কোনো আঘাত করেছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স’। 

এদিকে মারামারিতে আহত খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। তারা হলেন— শিশির সরদার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর