priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

পরীর বাসা থেকে বেরিয়ে আর্থ সংকটে রাজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ২১:০১

অভিনেতা শরিফুল রাজ। ছবি : সংগৃহিত

অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠানো হয়। নোটিশ পাঠানো ও গ্রহণের প্রায় দুই সপ্তাহ হতে চলেছে। তাই রাজ কোথায় আছেন, কী করছেন, সে বিষয়ে জানতে কৌতূহলী তাদের ভক্তরা।

সংবাদমাধ্যমে জানা গেছে, পরী তালাক নোটিশ পাঠানোর প্রায় ২০ দিন আগে থেকে মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার শুটিং করছিলেন অভিনেতা রাজ। একটি গানের কাজ বাকি থাকা অবস্থায় ডিভোর্সের লেটার পাঠানোর ঘটনা ঘটে।

আরও জানা যায়, তালাক নোটিশ পাওয়ার এক সপ্তাহের মাথায় ঢাকার বনশ্রী মেরাদিয়া বাজার এলাকার ‘নাইন অ্যান্ড হাফ’ স্টুডিওতে গানের শুটিংয়ে অংশগ্রহণ করেন রাজ। এ ছাড়া আজ সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন তিনি।

রাজের কাছের বেশ কয়েকজনের কাছ থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, চলতি বছরের মাঝামাঝি পরীমণির বাসা থেকে বেরিয়ে মহানগর প্রজেক্টে বাসা ভাড়া নেন শরিফুল রাজ। সেখানে অস্থায়ীভাবে থাকছিলেন তিনি।

তবে ডিভোর্স লেটারের ঘটনার পর এখন কোথাও নির্দিষ্টভাবে থাকছেন না। কখনো মহানগর প্রজেক্ট, কখনো নিকেতন, আবার কখনো গুলশানে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে থাকছেন এই অভিনেতা।

রাজের কাছের লোকেরা সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, পরীর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রাজের চলাফেরা কিছুটা এলোমেলো হয়ে গেছে। নিয়মিত কাজ না করার কারণে আর্থিক সংকটেও ভুগছেন এ অভিনেতা। ডিভোর্স লেটার পাওয়ার পর নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন অভিনেতা রাজ। নতুন উদ্যমে সিনেমার কাজ করার চেষ্টাও করছেন।

প্রিয় নওগাঁ/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর