priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

ঢাকা মাতাবেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ২১:০০

অঞ্জন দত্ত ও সানির কনসার্টের পোস্টার। ছবি : সংগৃহিত

ঢাকা মাতাতে আসছেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শিল্পী নিজেই। সম্প্রতি ফেসবুকে তিনি লেখেন— ‘প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ তারিখ আসছি ঢাকার অলোকি অডিটোরিয়ামে, ইউসিবি প্রেজেন্টন অঞ্জন দত্ত ইন মেট্রোপুলিশ-এ।

মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণ, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।’

গত বছরের অক্টোবরেও ঢাকায় এসে গানপ্রেমীদের মুগ্ধ করেছিলেন অঞ্জন দ্ত্ত। কনসার্টির আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। প্রি-বুকিংয়ে ব্যাপক সাড়ার মিলেছে। হাতে টিকিট পাচ্ছেন পর দর্শকরা।

আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ সংবাদমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তার সঙ্গে গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

আহমেদ হাসান সানি বলেন, ‘অঞ্জন দত্ত একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান আমাকে দারুণভাবে প্রভাবিত করে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করব, ভাবতেই আনন্দ লাগছে।’

 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর