প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৪, ১৮:৩২
বাংলাদেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার একমাত্র সন্তান সামির ইমতিয়াজ অচিরেই সংগীত জগতে পা রাখতে যাচ্ছেন। ‘কিছু গল্প’ শিরোনামের গান প্রকাশের মাধ্যমে সুরের ভূবনে পা রাখতে যাচ্ছেন তিনি। তার এই অসাধারণ সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আরেক মেলোডিয়াস কণ্ঠের অধিকারী প্রতিভাবান গায়ক রনি। বাংলাদেশের সবচেয়ে বড় এবং স্বনামধন্য অডিও প্রতিষ্ঠান সাউন্ডটেক’ থেকে আগামী ২৫ অক্টোবর গানটি মুক্তি পেতে যাচ্ছে।
জানা গেছে, সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ হতে যাচ্ছে। এদিকে কয়েক মাস আগে ‘তোকে ছাড়া’ শিরোনামে রনির আরও একটি দ্বৈত কণ্ঠের মৌলিক গান ভারতের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। নিজের সঙ্গীত ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন-২০০৫ সালে সাউন্ডটেকের ব্যনারে ১২টি গানের একক এ্যলবাম বের হয়। কিন্তু কোন কারণে এই জগত থেকে বের হয়ে আসি। তবে এখন থেকে নিজেকে গুছিয়ে নিয়েছি। আশা করি এই গানের মাধ্যমে আবার নিয়মিত হব। এজন্য দর্শক শ্রোতাদের সহযোগিতা দোয়া ও ভালোবাসা চাই।
প্রিয় নওগাঁ/বিএম
মন্তব্য করুন: