priyonaogaon@gmail.com বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বন্যার্তদের পাশে সপরিবার সিয়াম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৩:০৩

চিত্রনায়ক সিয়াম। ফাইল ছবি

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের  ৯টি জেলা বিপর্যস্ত। এসময় সাধারণ মানুষের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন শোবিজ তারকারাও।

বন্যার্তদের সাহায্যার্থে দুই মাসের আয় পুরোটাই দিয়ে দিলেন চিত্রনায়ক সিয়াম। শুধু তিনি একা নন, তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীও দিলেন তার এক মাসের আয়ের টাকা। শুক্রবার বিকেলে একটি ভিডিও বার্তায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এমন কথা বলেন সিয়াম।

এসময় সিয়াম আহমেদ বলেন, ‘গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো ১৪৫০০ টাকার পুরোটাই বন্যার্তদের জন্য ডোনেট করে দিয়েছেন। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য্য। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের আয় ডোনেট করতে যাচ্ছি। এরমধ্যে কিছু টাকা আমি দিয়েছি। বাকিটা এখন দিতে চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দানের বিষয়টি এভাবে বলা উচিৎ নয়। তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার। কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন।’

এরপর চলতি মাসে নিজের আয়ের অংশটুকু বন্যার্তদের দেওয়ার কথা সিয়ামের স্ত্রী।

প্রিয় নওগাঁ/এফএস

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর