priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

পদ্মা সেতুতে ট্রেন, তারকাদের আনন্দ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ অক্টোবার ২০২৩, ২০:১৯

অভিনেতা ফেরদৌস ও ফজলুর রহমান বাবু। ছবি : সংগৃহিত

পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী৷ এরপর সেখানে পৌঁছে এটির উদ্বোধন করেন।

ট্রেনের এই যাত্রায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছিলেন শোবিজের তারকাও। এ সময় ট্রেনের বগিতে বসে গান গেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ‘নিথুয়া পাথারে’, ‘সাদা সাদা কালা কালা’ গানগুলো গেয়েছেন তিনি।

ট্রেনে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

জানা গেছে, উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ চলে গেছে ১৭২ কিলোমিটার। এই প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর