priyonaogaon@gmail.com সোমবার, ১০ই মার্চ ২০২৫, ২৬শে ফাল্গুন ১৪৩১
ব্রেকিং:
  • জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে***, যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন***, রোববার শপথ নেবেন নতুন ইসি***, স্বচ্ছ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চান নতুন সিইসি***, জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. ইউনূস***, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া***, দুদকের তালিকায় ৩ শতাধিক প্রভাবশালী***,

বয়স বাড়ার সঙ্গে সাইফ আরও বেশি হট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৩, ২০:১০

সংগৃহিত ছবি

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খান এর সম্পর্কে ১০ বছরের বয়সের পার্থক্য কখনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বেশ কয়েকবছর প্রেমের পর ২০১২ সালে নবাব পুত্রের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘কাপুর কন্যা’ কারিনা।

তবে তাদের বয়সের এত ব্যবধান ও ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে রোজই নিন্দুকদের নানান কথা শুনতে হয় কারিনাকে। এবার এবিষয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন বেবো। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফের সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে কারিনা বলেন, ‘বয়স কখনওই গুরুত্বপূর্ণ নয়। আমার তো মনে হয় সাইফ বয়স বাড়ার সঙ্গে এখন আরও বেশি হট।

আমি খুশি যে ওর থেকে আমি ১০ বছরের ছোট, এটা বরং সাইফের চিন্তার বিষয়। যদিও ওকে দেখলে কেউ বলবে না যে ওর বয়স ৫৩। বয়স কোন ব্যাপারই নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হল পরস্পরের প্রতি সম্মান, ভালোবাসা এবং আমরা একে অপরের দিব্বি আনন্দে আছি।’

সাক্ষাৎকারে এদিন সাইফের সঙ্গে ভিন ধর্মে বিয়ে নিয়েও কথা বলেন কারিনা। বেবো এদিন বলেন, ‘আমরা এই ভিন ধর্মে বিয়ে নিয়ে আলোচনা করে অনেক সময় ব্যয় করি, অনেক এনার্জি নষ্ট করি। বয়সের পার্থক্যে বিয়ে নিয়েও অকারণ আলোচনা করি।

তবে আসল কথা হল আমরা ভালো আছি কিনা! আমার একে অপরের সঙ্গে ভালো আছি। একে অপরের সঙ্গ উপভোগ করছি। তাই ও কোন ধর্মে বিশ্বাসী, ওর বয়স কত এটা গুরুত্বপূর্ণ নয়।’ প্রসঙ্গত সইফকে বিয়ে করলেও ধর্মান্তরিত হননি করিনা।

কারিনাকে বিয়ের আগে সাইফ আলি খান ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে, সারা আলি খান, ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সইফ-অমৃতার বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০১২ সালে করিনাকে বিয়ে করেন অভিনেতা। ২০১৬ সালে দম্পতির কোল আলো করে আসে বড় ছেলে তৈমুর। ২০২১ সালে জন্ম দেন জেহ-এর।

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর